• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শহিদ মিনার নেই জয়পুরহাট-নেত্রকোনার অনেক স্কুলে

আরটিভি অনলাইর রিপোর্ট

  ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৫

ভাষা আন্দোলনে শহিদদের স্মরণে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। কিন্তু জয়পুরহাট ও নেত্রকোনা জেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শহিদ মিনার নেই। জয়পুরহাট জেলায় ৩শ’৬৭টি প্রাথমিক বিদ্যালয়সহ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ মিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রায় এক হাজার। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই নেই কোনো শহিদ মিনার। প্রতিবছর ২১ ফেব্রুয়ারি এসব শিক্ষা প্রতিষ্ঠানে বাঁশ কলাগাছ দিয়ে শহিদ মিনার তৈরি করা হয়।

এদিকে সংশ্লিষ্টরা মনে করছেন নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে শিক্ষা প্রতিষ্ঠানে শহিদ মিনার স্থাপন খুবই জরুরি। কিন্তু আর্থিক সংকটের কারণে শহিদ মিনার করা সম্ভব হচ্ছে না বলে জানান তারা।

তবে পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহিদ মিনার নির্মাণের আশ্বাস দেন শিক্ষা কর্মকর্তারা।

এদিনে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্যাশা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহিদ মিনার তৈরির কাজ খুব দ্রুত শেষ করা হবে।

আরকে/ এএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh