• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ছাত্রী উত্ত্যক্তের জেরে শাবিপ্রবি-এলাকাবাসী সংঘর্ষ

আরটিভি অনলাইন রিপোর্ট, সিলেট

  ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২২:০৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে উত্ত্যক্তের জেরে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ‘আড্ডা স্ন্যাক্সে’ মোবাইল ফোরে টাকা রিচার্জ করতে গেলে স্থানীয় দু'যুবক বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে উত্ত্যক্ত করেন। বিষয়টি সহপাঠীদের জানালে ঘটনাস্থলে আসেন তারা। দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরবর্তীতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক অবরোধ করেন। এসময় এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল ইসলাম ভুঁইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন।

ভারপ্রাপ্ত প্রক্টর ড. মুনশী নাসের ইবনে আফজাল আরটিভি অনলাইনকে জানান, শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, পুলিশ ৫০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসজে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh