• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মাটির পাতিলে গ্রেনেড-গুলি

আরটিভি অনলাইন রিপোর্ট, বগুড়া

  ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫৫

বগুড়া সদরের গোকুলের বড় ধাওয়াকোলা গ্রামে মাটি খোঁড়ার সময় একটি পাতিল থেকে গ্রেনেড, গুলিসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, এগুলো মুক্তিযুদ্ধের সময়ের।

রোববার সকালে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এসবের মধ্যে ছয়টি গ্রেনেড, এসএমজি ও এলএমজির ২৪ রাউন্ড গুলি ও ১৩টি ম্যাগজিন ছিল।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) এমদাদ হোসেন জানান, ওই গ্রামে আশিক খান নতুন বাড়ি তৈরি করছেন। বাড়ির পাশে সেফটিক ট্যাংক নির্মাণের জন্য সকালে শ্রমিকরা কাজ করছিলেন। প্রায় দেড় ফুট নিচে মাটির পাতিল অস্ত্র ও গোলাবারুদগুলো দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ সেসসব উদ্ধার করে নিয়ে আসে।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে অস্ত্র ও গোলাবারুদগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের সময়ের।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh