• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

আরটিভি অনলাইন রিপোর্ট, সিলেট

  ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪৪
ফাইল ছবি

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন জেলা মাইক্রোবাস ও ট্রাক শ্রমিক নেতারা। শনিবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়।

সিলেট জেলা মাইক্রোবাস সমিতির সভাপতি শাহ রিপন আহমদ বলেন, শুক্রবার রাতে তিন শ্রমিককে ডিবি পুলিশ আটক করে। পরে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করলে পুলিশ আমাদের মারধর করে আহত করে। আটককৃতদের মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য এ পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

গেলো রাত সাড়ে ১১টা থেকে ফের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা। সোবহানীঘাট এলাকায় রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

এ দিকে যেকোনো নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার রাতে সিলেট নগরের শাহজালাল উপশরের মেন্দিবাগ এলাকায় দু’ট্রাক ও মাইক্রোবাস শ্রমিককে আটকের জেরে শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত উপশহরে ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। সে সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে সাতজন আহত হয়। এদের মধ্যে মুশাহিদ আলী নামের ট্রাকশ্রমিককে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আর/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh