• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রাঙামাটির বাঘাইছড়িতে ভোট চলছে

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৪৭

নতুন নির্বাচন কমিশনের অধীনে প্রথম নির্বাচন রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের ভোট চলছে। সকাল আটটা থেকে এ ভোট শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

নির্বাচনে মেয়র পদে ৩জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট নেয়া হচ্ছে ৯টি কেন্দ্রে। পৌরসভায় মোট ভোটার ১০ হাজার ১শ’ ৭৭জন। এর মধ্যে পাহাড়ি ভোটার ১ হাজার ৭শ’ জন।

নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি) টহল দিচ্ছে। এছাড়া নিয়োজিত রয়েছে র‌্যাব।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। কোথাও কোনো অনিয়ম দেখা দিলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।



নতুন ইসির অধীনে প্রথম নির্বাচন শনিবার

এফএস/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh