• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

দৌলতপুর সীমান্তে শিশুসহ আটক ৩৬

আরটিভি অনলাইন রিপোর্ট, যশোর

  ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০১

অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় শিশুসহ ৩৬ জনকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে ৬জন শিশু, ৭ জন নারী ও ২৩ জন পুরুষ রয়েছেন।

শুক্রবার সকালে যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।

তারা ভারতের মুম্বাই শহরের বিভিন্ন বাসা বাড়িতে শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।

দৌলতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুস ছামাদ বলেন, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে একদল নারী-পুরুষ ও শিশু বাংলাদেশে ঢুকছে এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ওই শিশু-নারী-পুরুষদেরকে আটক করা হয়। তবে পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়। আটককৃতদের বাড়ি নড়াইল, বাগেরহাট ও ফরিদপুর জেলার বিভিন্ন জায়গায়। তারা অবৈধভাবে ভারতে বসবাস করছিলো।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক মনির হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh