• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঠাকুরগাঁওয়ে ‘আল্লাহ’র দলের ৪ সদস্য আটক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১১:০৩

ঠাকুরগাঁওয়ে সরকারের কালো তালিকা ভুক্ত আল্লাহ’র দলের বিভাগীয় প্রধান ৪ জনকে আটক করেছে পুলিশ ।

সোমবার দিনভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন পাবনার আটঘরিয়া উপজেলার দক্ষিণ নাগদা গ্রামের ফখরুল ইসলাম বাবু, ঠাকুরগাঁও সদরের আরিফ হোসেন, রব্বানী হক ফজলু, কুষ্টিয়ার খন্দকার মজিবুল ইসলাম মিরন।

গেলো রাতে পুলিশ সুপার ফারহাত আহমেদ তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, কালো তালিকা ভুক্ত এ দলে ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলায় ১২০জন সদস্য সক্রিয় ভাবে কাজ করছে। আটককৃত ৪ জনের কাছ থেকে জিহাদী বইসহ ১৪ ধরনের আলামত জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, তারা ঠাকুরগাঁওয়ে আল্লাহ’র দলের সরকার বিরোধী ও ইসলামি প্রচারণা চালিয়ে সদস্য সংগ্রহ করতেন। পুলিশ দীর্ঘদিন তাদের নজরদারিতে রাখেন।

ফারহাত আহমেদ জানান, সোমবার আল্লাহ’র দলের কর্মীরা সক্রিয় হলে প্রথমে ফকরুল ইসলামকে আটক করে পুলিশ। পরে ফকরুলের তথ্য মতে বিভিন্ন স্থান থেকে আরো ৩ জনকে আটক করা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh