• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে আরেক দুর্ভোগের নাম জলাবদ্ধতা

আরটিভি অনলাইন রিপোর্ট, নারায়ণগঞ্জ

  ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জবাসীর অন্যান্য দুর্ভোগের পাশাপাশি আরেক দুর্ভোগের নাম জলাবদ্ধতা।

সিদ্ধিরগঞ্জের ১০ শহরের ৯টি ও বন্দরের ৮টি ওয়ার্ড নিয়ে গঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। এরমধ্যে সিদ্ধিরগঞ্জের অবস্থান ডিএনডি বাঁধের ভেতরে। বন্যা প্রতিরোধে নির্মিত এক সময়ের আশীর্বাদ বাঁধটি এখন স্থানীয়দের কাছে হয়ে দাঁড়িয়েছে সমস্যার আরেকটি কারণ হিসেবে।
প্রতি বছর বর্ষা মওসুম এলেই জমে থাকা বৃষ্টির পানিতে বেশিরভাগ সময় ডুবে থাকে এ এলাকাটি।

এদিকে স্থানীয়দের অভিযোগ, রাস্তাঘাটের উন্নয়ন হলেও জলাবদ্ধতা নিরসনের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। এতে বছরের বেশিরভাগ সময় পানিবন্দী হয়ে থাকতে হচ্ছে সেখানে বসবাসরত শত শত পরিবারকে।

এ বিষয়ে কাউন্সিলররা জানান, নির্বাচিত নতুন মেয়রের নেতৃত্বে জলাবদ্ধতা নিরসনই এখন তাদের প্রধান চ্যালেঞ্জ। তবে এখন এলাকাবাসী আশায় বুক বেঁধে আছেন যে, নির্বাচিত প্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘদিনের এ সমস্যার দ্রুত সমাধান হবে।

আরকে/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh