• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মাদকের মহামারীতে আক্রান্ত নারায়ণগঞ্জ

আরটিভি অনলাইন রিপোর্ট, নারায়ণগঞ্জ

  ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫১

দেশের অন্যান্য স্থানের মতো মাদকের মহামারীতে আক্রান্ত বন্দর নগরী নারায়ণগঞ্জ। ‘প্রাচ্যের ডান্ডি’ খ্যাত ঐতিহ্যবাহী শহর নারায়ণগঞ্জের এক সময় বেশ সুনাম থাকলেও বর্তমানে নানা সমস্যায় তা প্রায় হারাতে বসেছে।

বর্তমানে নারায়ণগঞ্জ জেলার বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাদক। যার ভয়াল থাবা থেকে মুক্তি পাচ্ছে না কিশোর-যুবক থেকে শুরু করে বৃদ্ধরাও। এসব মাদকদ্রব্য খুব সহজেই মিলছে শহরের প্রায় সব অলি-গলিতে। এ অবস্থায় সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়ছে সেখানকার অভিভাবকরা।

এ বিষয়ে জেলা পুলিশের পরিসংখ্যান মতে, গেলো এক বছরে দুই হাজার ৮২২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ২ হাজার ১০০টি মামলা করা হয়েছে। সঙ্গে চলছে নিয়মিত অভিযান, তাতেও মিলছে না সমাধান।

এদিকে নারায়ণগঞ্জ পুলিশ সুপার মঈনুল হক পরিস্থিতির ভয়াবহতার কথা স্বীকার করেন, মাদকের বিস্তাররোধে পুলিশি অভিযানের পাশাপাশি, সামাজিক আন্দোলনও গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

তবে স্থানীয়দের প্রত্যাশা মাদকের করাল গ্রাস থেকে নারায়ণগঞ্জের তরুণ সমাজকে রক্ষায় জনপ্রতিনিধিরা আরো বেশি স্বকীয় ভূমিকা রাখবেন।

আরকে/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh