• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দায়িত্ব পালনের আগেই কাউকে অভিযুক্ত করা ঠিক না

অনলাইন ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫৬

বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা রয়েছে জনগণের। তারা যথাযথভাবে সততার সঙ্গে দায়িত্ব পালন করবে, এটাই প্রত্যাশা। তবে দায়িত্ব পালনের আগেই কাউকে অভিযুক্ত করা ঠিক নয়। বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

আজ (শুক্রবার) বেলা ১১টায় কুষ্টিয়ায় কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি বসানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়া বিএনপির ভুল সিদ্ধান্ত ছিল। এই ভূলের দায়ভার নির্বাচন কমিশনের উপর চাপিয়ে তারা শান্তনা খোঁজার চেষ্টা করছে।

তিনি বলেন, বিএনপি এই সিইসি’র বিরুদ্ধে আন্দোলন করবে, আমরা সেটা নিয়ে ভাবছি না। আমাদের বিশ্বাস বিএনপি আবারও এই ধরনের ভুল রাজনীতির মধ্যে যাবে না।

কারণ এর আগে তাদের ভুল রাজনীতি ও ভুল সিদ্ধান্তের ফলে জনগণ ও রাজনীতি থেকে অনেক দূরে সরে গেছে। ভবিষ্যতে তারা একই ভুল করবে, আমরা বিশ্বাস করিনা।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh