• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নকলে সহায়তা করায় প্রধান শিক্ষককে কারাদণ্ড

আরটিভি অনলাইন রিপোর্ট, ভোলা

  ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০২

ভোলায় এসএসসি পরীক্ষায় নকলের সহায়তা করায় ভেলুমিয়া খালেদা খানম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহে আলমকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মোঃ মোজাহারুল ইসলাম এ কারাদণ্ড দেন।

জানা যায়, এবার এসএসসিতে ভেলুমিয়া খালেদা খানম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র নলিনী দাস মাধ্যমিক বিদ্যালয়ে।
আজ বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল। এ সময় ওই স্কুলের প্রধান শিক্ষক শাহে আলম ওই বিদ্যালয়ের একটি কক্ষে ঢুকে শিক্ষার্থীদের জন্য নিজেই একটি বই নিয়ে প্রশ্নের উত্তর লিখছিলেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে আটক করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ১৯৮০ সালের ৯ ধারায় অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তি দেয়া হয়েছে। এটি ভবিষ্যতের জন্য নজির থাকবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh