• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশে এখনো জিন্নাহ'র নামে স্কুল!

আরটিভি অনলাইন রিপোর্ট, সুনামগঞ্জ

  ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১২:২০

স্বাধীনতার ৪৫ বছর পরও পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহের নামে চলছে সুনামগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাঙালির ইতিহাসে সবচাইতে ঘৃণিত এ শত্রুর সাইনবোর্ড বহন করে লজ্জার মধ্যে আছেন জিন্নাহ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তারা বলছেন, বিজয়ের মাস এলে গোটা এলাকার মর্মবেদনার কারণ হয়ে দাড়ায় এ কলঙ্ক।

প্রতিদিনই সকালবেলাতে বিদ্যালয়টিতে উড়ে লাল সবুজ জাতীয় পতাকা। ঠিক তার নিচেই শোভা পায় বাঙালির জাতির দীর্ঘ ২৪ বছর পরাধীনতার নেপথ্য নায়ক মোহাম্মদ আলী জিন্নাহ ফলক। স্বাধীনতার ৪৫ বছর ধরে এভাবেই সুনামগঞ্জের জামালগঞ্জে অবস্থিত রুপাবালি গ্রামে এ প্রাথমিক বিদ্যালয়টি বয়ে চলছে এ কলঙ্ক।

স্থানীয়রা বলছেন, একসময় পাকিস্তানি শাসককে খুশি করতে স্থানীয় জোতদারের দেয়া এ নাম জগদল পাথরের মতো চেপে বসেছে গ্রামবাসীর বুকে। স্কুলের নাম পাল্টানো হলে গ্রামবাসীর জন্য বড় উপহার।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ল্যানব্রত তালুকদার আরটিভি অনলাইনকে বলেন, প্রশাসনকে বিষয়টি বেশ ক'বার জানানো হয়েছে। অনেক চেষ্টা করেও পাল্টানো যায়নি বিদ্যালয়ের নাম। তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী বলেলন, এটা সময়সাপেক্ষ ব্যাপার। ডিসেম্বর মাস আসার আগেই চেষ্টা করা হবে কলঙ্ক থেকে মুক্তির।

এসএস/এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh