• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বন্যার্তদের চাল কালোবাজারে

অনলাইন ডেস্ক
  ০৬ আগস্ট ২০১৬, ১৯:৫৭

বন্যাদুর্গতদের নামে বরাদ্দ সরকারি ত্রাণের চাল কালোবাজারে। শুক্রবার বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে ৮ বস্তা চাল কালোবাজার থেকে উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শনিবার এ ঘটনায় মোখলেছুর রহমান ওরফে আলী (৪০) নামে চাল ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। মামলার বাদী ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রিয়াজুল ইসলাম।

অভিযুক্ত মোখলেছুর ধুনট উপজেলার বানিয়াজান চল্লিশপাড়া গ্রামের মাহবুবুর রহমানের ছেলে এবং ভান্ডারবাড়ি বাজারের ব্যবসায়ী।

পুলিশ জানায়, ব্যবসায়ী মোখলেছুর রহমান ভান্ডারবাড়ি ইউপি সচিব ফরহাদ হোসেনের সঙ্গে যোগসাজসে গরিবের ত্রাণের চাল ক্রয় করেন। গোপনে এই তথ্য জেনে শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযান চালিয়ে মোখছুরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৮ বস্তায় ৪০০ কেজি চাল উদ্ধার করেন। পরে সেগুলো ইউনিয়ন পরিষদের গুদামে সংরক্ষণ করা হয়। মোখলেছুর পলাতক রয়েছেন।

ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সরকারি ত্রাণের চাল কালোবাজরে কেনার অভিযোগে মামলার আসামি মোখলেছুরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh