• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শাহজাদপুর পৌর মেয়রের নামে মামলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:০৫

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মীরুসহ ১৮ জনকে আসামি করা মামলা দায়ের করা হয়েছে। ছাত্রলীগ সভাপতি বিজয় মাহমুদকে মারপিটের ঘটনায় এ মামলা করা হয়। জানালেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক।

শুক্রবার সকালে মারধরের শিকার ছাত্রলীগ নেতা বিজয়ের চাচা এরশাদ বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করেন।

মামলায় শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মীরু তার ছোট ভাই পিন্টু ও মিন্টুসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাত ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়।

রেজাউল হক জানান, এরইমধ্যে মামলার তালিকাভুক্ত আসামি মেয়রের ছোট ভাই হাসিবুল হক পিন্টু ও মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়রের হালিমুল হক মীরুর শটগানও জব্দ করা হয়েছে।

এদিকে শুক্রবার রাতে শাহজাদপুরে পৌর মেয়রের গুলিত নিহত সাংবাদিক শিমুলের ময়নাতদন্ত শেষ হয়। তার মাথায় শর্ট গানের একটি গুলি পাওয়া যায়।

বৃহস্পতিবার ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকে মারধর করে বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর ছোট ভাই পিন্টু। খবর পেয়ে পুলিশ নিজ বাসা থেকে পিন্টুকে আটক করে। বিজয়ের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল নিয়ে মেয়রের বাসায় হামলা করে ছাত্রলীগ। পরে মেয়র গুলি করলে সাংবাদিক শিমুলসহ তিনজন গুলিবিদ্ধ হয়।

এইচটি/এমসি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh