• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এবার ছাত্রদের কাঁধে স্কুলের জমিদাতা

আরটিভি অনলাইন রিপোর্ট, জামালপুর

  ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৪৪

চাঁদপুরের ঘটনার সমালোচনার মধ্যেই জামালপুরের শিক্ষার্থীদের কাঁধের ওপর দিয়ে হেঁটে গেলেন স্কুলের জমিদাতা। এ নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যম ও এলাকা জুড়ে চলছে সমালোচনার ঝড়।

গেলো ২৯ জানুয়ারি জামালপুরের মেলান্দহে মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও এক শিক্ষকের বিদায় অনুষ্ঠানে ঘটনাটি ঘটে। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের জমিদাতা দিলদার হোসেন প্রিন্স। অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ের স্কাউট দলের সদস্যরা একটি মানবসেতু নির্মাণ করেন। সেই মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যান দিলদার হোসেন প্রিন্স। এ সময় সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করার পাশাপাশি তাকে হেঁটে যেতে সাহায্য করেন ওই বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হাফিজুর রহমান।

বিদ্যালয়ের স্কাউট সদস্যদের নির্মিত মানবসেতুর উপর দিয়ে কোনো শিক্ষার্থীর পরিবর্তে দিলদার হোসেন প্রিন্সের হেটে যাবার ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরে এ ঘটনার ছবি সেদিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলজ্জামান জানান, রোববার বিদ্যালয়ে দু’টি অনুষ্ঠান এক সঙ্গে চলছিল। তাই এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা তা জানা নাই। তবে স্কাউটের সদস্যরা সেদিন তাদের বিভিন্ন শারীরিক কসরত উপস্থাপন করেন, সেটার অংশ হিসেবে তাদের তৈরি করা মানবসেতুর ওপর দিয়ে দিলদার হোসেন প্রিন্স হেঁটে গেলেও তা আমার নজরে পড়েনি।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এসএস/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh