• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পুলিশকে গুলি করার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট, পাবনা

  ২৯ জানুয়ারি ২০১৭, ১০:১৭

পাবনার আটঘরিয়া উপজেলার ডেঙ্গার গ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শরীফ হোসেন (৩০) নামে একজন নিহত হয়েছেন। সম্প্রতি পুলিশকে গুলি করার মামলার সে পলাতক আসামি ছিলেন বলে পুলিশের দাবি।

রোববার ভোরে ওই গ্রামের সুতির বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরীফ হোসেন সদর উপজেলার গাছপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে আটঘরিয়া থানার দু’এসআইকে গুলি করা মামলার পলাতক আসামিরা উপজেলার একদন্ত ইউনিয়নের ডেঙ্গারগ্রাম সুতির বিল এলাকা দিয়ে যাবে। পরে ওই এলাকায় আগে থেকে অবস্থান নেয় পুলিশের একটি টহল দল। রাত ৩টার দিকে সেখান দিয়ে যাবার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। পরে ঘটনাস্থলে শরিফের লাশ পাওয়া যায়।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

গেলো ২৬ জানুয়ারি সকালে আটঘরিয়া উপজেলার ডেঙ্গারগ্রাম ব্রিজের কাছে সন্দেহজনক একটি সাদা প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করেন আটঘরিয়া থানা পুলিশ। ওই সময় সন্ত্রাসীরা পুলিশকে গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হন দুই এসআই। এ ঘটনায় আলাদা দু’টি মামলা করে পুলিশ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh