• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীতে চুরি হওয়া নবজাতক উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট

রাজশাহী

  ২৮ জানুয়ারি ২০১৭, ২০:৩৫

প্রযুক্তির সহায়তায় অবশেষে উদ্ধার হলো রাজশাহীর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক। নগরীর রামচন্দ্রপুরের বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। চুরি করার সময় সিসি টিভির ফুটেজে ধরা পড়া মহিলাও আটক হন।

এদিকে, ৯ দিন পর সন্তানকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা নবজাতকের মা। যক্ষের ধনকে বুকে ফিরে পেয়ে যেনো ভাষা হারিয়ে ফেলেছেন তিনি।

নগরীর নওদাপাড়ার আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার থেকে চুরি করা হয় শিশুটি।

সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে উন্নত প্রযুক্তির সাহায্য নিয়ে চোর খুঁজে বের করে পুলিশ। পরে নগরীর রামচন্দ্রপুর বাসার রোড থেকে গ্রেপ্তার হয় ঘটনার মূল হোতা শুভ্রা।

গেলো ১৯ জানুয়ারি দিনমজুর নাসির উদ্দিনের স্ত্রী মুক্তি খাতুন পুত্র সন্তানের জন্ম দেন। ওই দিন কোলে নিয়ে আদর করার ছলে শিশুটিকে নিয়ে পালিয়ে যান শুভ্রা।

নবজাতক চুরির ঘটনায় অভিযুক্ত শুভ্রা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কর্মরত। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh