• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টিলা ধসে ২ পাথর শ্রমিক নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট, সিলেট

  ২৩ জানুয়ারি ২০১৭, ১৮:০৩

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলনকালে টিলা ধসে দু’ শ্রমিক মারা গেছেন। সোমবার ভোরে তারা মারা এ ঘটনা ঘটে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েছ আলম।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে। আহতও হয়েছেন কয়েকজন।

ওসি বায়েস আলম বলেন, দূর্গম এলাকা হওয়ায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। ফলে হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের নাম-পরিচয়ও এখনো জানা যায়নি।

স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন জানান, শাহ আরেফিন টিলায় গর্ত খুঁড়ে পাথর তোলার সময় টিলা ধসে প্রাণহানির ঘটনা ঘটেছে।

কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী এ টিলায় পাথর উত্তোলন নিষিদ্ধ করেছে খনিজ সম্পদ মন্ত্রনালয়। নিষেধাজ্ঞা অমান্য করেই টিলা থেকে চলছে পাথর উত্তোলন। অবৈধ বিস্ফোরণ মেশিন ব্যবহার করে পাথর উত্তোলনেরও অভিযোগ রয়েছে।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh