• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শহীদের উদ্দেশে ৩০ লাখ তালগাছ লাগাচ্ছেন মুক্তিযোদ্ধা ইরোজ

মোস্তফা কামাল, নড়াইল

  ২১ জানুয়ারি ২০১৭, ১৯:৪৩

নড়াইলে লোহাগড়া উপজেলার রাস্তার পাশে ৩০ লক্ষ শহীদের উদ্দেশে ত্রিশ লাখ তালগাছ রোপণ করে যাচ্ছেন বৃক্ষপ্রেমী মুক্তিযোদ্ধা আল মাহমুদ ইরোজ।

নড়াইলের লোহাগড়া পাইলট স্কুলের শিক্ষক মুক্তিযোদ্ধা আল মাহমুদ ইরোজ। ১৯৮৫ সালে ৩ হাজার তালের আঁটি সংগ্রহ করেন। পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। গ্রামবাসীর সহযোগিতায় বাড়ির পাশে ও সরকারি রাস্তার পাশে নিজ উদ্যোগে রোপণ করে যাচ্ছেন তালগাছ। দেশকে সবুজায়ন করা এবং তাল গাছকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরাই তার লক্ষ্য।

এই প্রকৃতিপ্রেমী শিক্ষক আল মাহমুদ ইরোজ বলেন, জীবনের শেষদিন পর্যন্ত আমি ৩০ লাখ শহীদের উদ্দেশ্যে তালগাছ লাগিয়ে যাব।

শুধু তাই নয়, শিক্ষকতার পাশাপাশি গঠন করেছেন পরিবেশ প্রযুক্তি বিজ্ঞান ক্লাব। বিনামূল্য ছাত্রদের পড়ানো হয় এ ক্লাবে। আর ছাত্রদের নিয়ে অবসর সময়ে নেমে পড়েন তালগাছ পরিচর্যায়। তার এমন উদ্যোগের প্রশংসা করছেন সবাই। তারা বলছেন, ইরোজের এমর উদ্যোগে দেশ অনেক উপকৃত হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh