• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিশেষজ্ঞ নেই, সেবা বঞ্চিত হাজারো শিশু

এসএম সামছুর রহমান, বাগেরহাট

  ২০ জানুয়ারি ২০১৭, ১৬:২২

বাগেরহাট সদর হাসপাতালে শিশু বিশেষজ্ঞ না থাকায়, সেবা বঞ্চিত হচ্ছে স্থানীয় হাজারো শিশু। এই শীতে নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে এসে অসুস্থ শিশুদের ফিরে যাচ্ছেন তাদের অভিভাবকরা।

জানা গেছে, শীতে জ্বর, সর্দিকাশি, ডায়রিয়া এলার্জিসহ ঠাণ্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বাগেরহাটের বিভিন্ন উপজেলার শিশুরা। তাই চিকিৎসা নিতে শিশুদের বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসছেন অভিভাবকরা। কিন্তু শিশু বিশেষজ্ঞ না থাকায় চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হচ্ছে তাদের।

সংশ্লিষ্টরা জানান, এ হাসপাতালে শিশু ওয়ার্ডে স্পেশাল কেয়ার ইউনিট থাকলেও চিকিৎসক না থাকায় বন্ধ আছে সেবা।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. অরুণ চন্দ্র মণ্ডল বলেন, সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

এসজে/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh