• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভর্তি বাণিজ্য ঠেকাতে চট্টগ্রামে ৯৮ স্কুলে অভিযান

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১৯ জানুয়ারি ২০১৭, ১৪:৫৩

ভর্তি বাণিজ্য ঠেকাতে চট্টগ্রাম নগরীর ৯৮টি স্কুলে অভিযান চালাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন জেলা প্রশাসনের ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নগরীর সার্সন রোডে অবস্থিত চট্টগ্রাম গ্রামার স্কুলে (সিজিএস) শুরু হওয়া এ তদারকি কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান মুক্ত। সঙ্গে রয়েছেন শিক্ষা অফিস ও ক্যাবের প্রতিনিধিরা।

ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান আরটিভি অনলাইনকে জানিয়েছেন, নগরীর ৯৮টি স্কুলের ভর্তি বাণিজ্য ঠেকাতে জেলা প্রশাসক সামসুল আরেফিন ৫টি টিমে বিভক্ত করে দিয়েছেন। এসব টিমে কাজ করছেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

সিজিএস স্কুলে কোন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের ভর্তি করানো হয়, কত টাকা ফি নেয়া হচ্ছে, কতটি বিভাগ রয়েছে, মন্ত্রণালয়ের অনুমোদন রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। জানান তাহমিলুর রহমান।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh