• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মিতু হত্যা: অস্ত্র মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্রগ্রাম

  ১৮ জানুয়ারি ২০১৭, ২০:২৮

চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার ঘটনায় বাকলিয়া থানায় করা অস্ত্র মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শাহে নূরের আদালতে এ মামলার সাক্ষ্য শুরু হয়।

এতে সাক্ষ্য দেন মামলার বাদি চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ কামরুজ্জমান।

গেলো বছরের ২২ নভেম্বর অস্ত্র মামলায় অভিযোগ গঠন করে আদালত। এরপর বুধবার শুনানির দিন ধার্য করা হয়। শুনানি শেষে আসছে ২২ ফেব্রুয়ারি পুনরায় বাকি শুনানির দিন ধার্য করা হয়েছে। ওইদিন আবারো কামরুজ্জামানের বাকি জবানবন্দি নেয়ার দিন ঠিক করেছেন আদালত।

গেলো বছরের ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের নিজাম রোডে ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।

এসজে/এসজেড

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh