• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কারামুক্ত রসরাজ

আরটিভি অনলাইন রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া

  ১৭ জানুয়ারি ২০১৭, ১৬:৩০

জামিন পেলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্মীয় অবমাননার অভিযোগে গ্রেপ্তার রসরাজ দাস (২৭)। মঙ্গলবার দুপুরে জেলা কারাগার থেকে ছাড়া পান তিনি।

এর আগে সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাঈল হোসেন পরবর্তীয় পুলিশ প্রতিবেদন আদালতে দাখিল না হওয়া পর্যন্ত রসরাজের জামিন মঞ্জুর করেন। তবে এদিন জামিন সংশ্লিষ্ট কাজপত্র কারা কর্তৃপক্ষের কাছে না পৌঁছানোয় ছাড়া পাননি তিনি। পরে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আদালত থেকে জামিন সংশ্লিষ্ট কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হয়।

পবিত্র কাবা শরীফ নিয়ে ফেসবুকে ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারার এক মামলায় ২৯ অক্টোবর গ্রেপ্তার হন রসরাজ দাস। এ ঘটনার প্রতিবাদে পরদিন নাসিরনগর উপজেলা সদরে দুটি ইসলামী সংগঠনের পক্ষ থেকে ডাকা সমাবেশ থেকে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh