• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ দেয়া হবে : ত্রাণমন্ত্রী

অনলাইন ডেস্ক
  ০৩ আগস্ট ২০১৬, ১৪:২৭

বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের কৃষিঋণ দেয়া হবে বলে জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বুধবার সকালে কুড়িগ্রামের কয়েকটি এলাকায় ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যার্তদের জন্য কাজ করা হচ্ছে। আমাদের খাদ্যের কোনো অভাব নেই। বন্যার্তদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা দেয়া হবে। ক্ষয়ক্ষতির হিসাব করে মন্ত্রণালয়ের মাধ্যমে পুনর্বাসন ও সংস্কারের কাজ করা হবে।

এদিকে, কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি কমায় জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে পানি না নেমে যাওয়ায় নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের মানুষ ঘরে ফিরতে পারছে না।

জেলা প্রশাসক (ডিসি) খান মো. নুরুল আমিন জানান, এ পর্যন্ত বন্যার্তদের জন্য এক হাজার ২৭৫ টন চাল ও ৩৮ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh