• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ই-ভোটিং নিয়ে বিএনপির কল্পনা উদ্ভট

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৪ জানুয়ারি ২০১৭, ১৮:১৭

ই-ভোটিং পদ্ধতিতে নির্বাচন হলে কারচুপি হবে, বিএনপির এই কল্পনা উদ্ভট বলে মন্তব্য করলেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

শনিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাগরখালী আদর্শ কলেজে একাডেমিক ভবন উদ্বোধন ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষে ই-ভোটিং পদ্ধতি নিয়ে বিএনপির বিরোধিতার ব্যাপারে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, উন্নত দেশে ই-ভোটিং চালু আছে। আমাদের সরকার ও নির্বাচন কমিশন যখন ভোটে কারচুপি বন্ধে এটি চালুর উদ্যোগ নিচ্ছেন, তখন তারা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

তিনি বলেন, নির্বাচন বানচাল করাই তাদের এজেন্ডা। সময়মত যাতে নির্বাচন না হয় সেজন্য সবরকম সংস্কার প্রস্তাবের বিপক্ষে তাদের অবস্থান।

এসময় কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন উপস্থিত ছিলেন।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh