• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বিএসএফ'র নির্যাতনে বাংলাদেশি খুন, বন্দি ২

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৭ জানুয়ারি ২০১৭, ১৮:৩১

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ'র নির্যাতনে আরো এক বাংলাদেশির প্রাণ গেলো। চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ'র নির্যাতনে বাংলাদেশের গরু ব্যবসায়ী বকুল মণ্ডলের (৩০) মৃত্যু হয়েছে।

বকুল দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মৃত সদর উদ্দিন মণ্ডলের ছেলে।

বিজিবি ব্যাটালিয়ন-৬ চুয়াডাঙ্গার উপপরিচালক মোহাম্মদ আমির মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত দিয়ে ভোর ৫টার দিকে বকুল মণ্ডলসহ কয়েকজন গরু ব্যবসায়ী ভারতে প্রবেশ করে। ওই সময় বিএসএফ’র মালুয়াপাড়া ক্যাম্পের কর্তব্যরত সদস্যরা তাদের ধাওয়া করেন। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও বকুল মণ্ডল বিএসএফ’র হাতে ধরা পড়েন। এরপর তাকে পিটিয়ে বাংলাদেশের সীমানার ভেতরে ফেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

বকুলের স্বজনেরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা শহরের নারদিতা ক্লিনিকে নিয়ে গেলে কর্তৃপক্ষ তাকে দ্রুত সদর হাসপাতালে নিতে বলে। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, নওগাঁর পোরশার নিতপুর সীমান্ত থেকে শনিবার ভোরে বিষ্ণুপুর গ্রামের নাইমুল হক (৩৮) ও ইসলামপুর গ্রামের জিয়াউর রহমান (২৫) নামের ২ বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ।

শুক্রবার রাতে নাইমুল, জিয়াউরসহ ৬-৭ জন গরু আনতে নিতপুর সীমান্ত দিয়ে ভারতে যান। শনিবার ভোর ৪টার দিকে ২৩১ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব-পিলার সীমান্ত এলাকা দিয়ে তারা গরু নিয়ে বাংলাদেশে আসছিলেন। ওই সময় দক্ষিণ দিনাজপুর ক্যাদারীপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করেন। এতে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও নাইমুল ও জিয়াউর বিএসএফের হাতে ধরা পড়েন। তাদেরকে ভারতের দক্ষিণ দিনাজপুর দাল্লা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবির ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আলী রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh