• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নাসিরনগরে হামলার 'মূল হোতা' আঁখি আটক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ জানুয়ারি ২০১৭, ২০:০১

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজধানী ঢাকার বাড্ডা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

পুলিশ বলছে, নাসিরনগরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে ২ জানুয়ারি আঁখির ব্যক্তিগত সহকারী উত্তম কুমার দাস (২৫) ও হরিপুর ইউনিয়ন পরিষদের সচিব মনোরঞ্জন দেবনাথকে (৪০) আটক করে পুলিশ।

গেলো বছরের ৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় থানায় ৮টি আলাদা মামলা হয়। এসব মামলায় এখন পর্যন্ত ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসজে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh