• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৯ মাস বাড়িছাড়া পরাজিত প্রার্থীর সমর্থকরা

ইসমাইল হোসেন, হাতিয়া প্রতিনিধি

  ০৪ জানুয়ারি ২০১৭, ১৫:০৩

ইউনিয়ন পরিষদ নির্বাচনের নয় মাস পার হলেও বসত ভিটায় ফিরতে পারছেন না নোয়াখালীর হাতিয়া উপজেলার চর কিং ইউপির পরাজিত চেয়ারম্যান প্রার্থীর বহু কর্মী-সমর্থক। বাড়ি-ঘরে হামলা ভাঙচুরও অব্যাহত রয়েছে। তবে পুলিশ বলছে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছেন তারা।

গেলো বছরের ২২ মার্চ চর কিং ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়। এরপর অভিযোগ ওঠে পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলা-নির্যাতন শুরু করেন বিজয়ী প্রার্থীর সমর্থকরা। এ নির্যাতনের মুখে এলাকা থেকে পালিয়ে যায় বহু পরিবার। নির্বাচন পরবর্তী দু’পক্ষের সহিংসতায় নিহত হন তিনজন। গুলিবিদ্ধ হন অর্ধ শতাধিক ব্যক্তি। এদের অনেকে পঙ্গুত্ব বরণ করেন। এর জন্য বিজয়ী চেয়ারম্যানকে দায়ী করছেন ভুক্তভোগীরা।

এদিকে প্রতিপক্ষের মারধরের ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে অনেক শিক্ষার্থী। আবার মামলা করে হুমকির মুখে রয়েছে অনেকে।

তবে সব অভিযোগ অস্বীকার করে বর্তমান ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন আহমেদ বলেন, মামলার কারণে কিছু লোক এলাকার বাইরে রয়েছে। এর জন্য তিনি দায়ী নন।

অন্যদিকে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে নোয়াখালীর সিনিয়র সহকারি পুলিশ সুপার নবজ্যোতি খিসা বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলার লক্ষ্যে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে।

হাতিয়ার চর কিং ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে, প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন স্থানীয়রা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh