• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জ্যোতির মুক্তি দাবিতে খাগড়াছড়িতে অবরোধ

আরটিভি অনলাইন রিপোর্ট, খাগড়াছড়ি প্রতিনিধি

  ০৪ জানুয়ারি ২০১৭, ১০:৩০

লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার মুক্তি দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ করেছেন জ্যোতি চাকমা মুক্তি সংগ্রাম কমিটির সদস্যরা।

মঙ্গলবার জ্যোতি চাকমা মুক্তি সংগ্রাম কমিটি সদস্য ত্রিলন চাকমা দয়াধন বিবৃতিতে এ অবরোধ কর্মসূচির কথা জানান।

এতে সুপার জ্যোতি চাকমার মুক্তি ও তার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি করা হয়। একই সঙ্গে জনগণের ওপর হয়রানি বন্ধ, পার্বত্য চট্টগ্রাম থেকে অপারেশন উত্তরণ প্রত্যাহার দাবি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সরকারের ১১ দফা নির্দেশনা প্রত্যাহারের দাবিতে বুধবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে।

এছাড়া লক্ষীছড়ি উপজেলায় সুপার জ্যোতি চাকমার বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাকে মুক্তির দাবি জানিয়ে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করা হয়।

সোমবার রাত ২টার দিকে সরকারি বাসভবন থেকে অস্ত্র ও গুলিসহ সুপার জ্যোতি চাকমাকে আটক করে যৌথবাহিনী। এ ঘটনায় লক্ষীছড়ি থানায় অস্ত্র মামলা হয়।

এফএস/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh