• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আ’লীগ নেতার মৃত্যুতে ১৩ বাড়িতে আগুন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জানুয়ারি ২০১৭, ১৫:০৪

নেত্রকোণার কেন্দুয়ায় সংঘর্ষে আওয়ামী লীগ নেতার মৃত্যুর জেরে ১৩ বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। সকালে এ ঘটনা ঘটে।

গেলো্ ২৮ ডিসেম্বর সাহিতপুর বাজার অটোরিক্সা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ হয় আওয়ামী লীগের দু’পক্ষের। এতে সান্ধিকোণা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দুলাল মিয়া গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।এ মৃত্যুর জেরে প্রতিপক্ষের বাড়িতে আগুন দেয় দুলালের সমর্থকরা।

স্থানীয়রা জানান, চেংজানা গ্রামের অন্তত ৫ শ’ লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। দু’ঘন্টাব্যাপী এ হামলা, লুটপাট ও আগুন দেয়ার ঘটনা চলে। সকাল ৮ টায় আগুন দেয়া শুরু হলেও ফায়ার সার্ভিসের লোকজন চার ঘন্টা পর বেলা ১২টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে পুড়ে ১৩টি বসতবাড়ি ছাই হয়ে যায়।

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, আগুন দেয়ার ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমসি/এসজেড

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh