• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সুন্দরগঞ্জে আজো হরতাল, আটক সন্দেহভাজন ২৭

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জানুয়ারি ২০১৭, ১০:৫০

গাইবান্ধা-১ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে পালিত হচ্ছে অর্ধদিবস হরতাল ও অবরোধ। সোমবার সকাল থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে।

এদিকে লিটন হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আরো ৯ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে আটকের সংখ্যা ২৭। এছাড়া এমপি নিজ বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে ঘরে তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা সেই ঘর ও আশপাশের আলামত সংরক্ষেনের জন্য নিরাপত্তা বেষ্টনী দিয়ে রেখেছে পুলিশ।

এর আগে লিটন হত্যার ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। রোববার রাত ১০টায় সুন্দরগঞ্জ থানায় এ মামলা করেন লিটনের বোন তাহমিনা বুলবুল কাকলী।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, সংসদ সদস্য লিটনের বোন কাকলী অজ্ঞাতনামা ৫ জনকে আসামি করে মামলাটি করেন।

গেলো শনিবার সন্ধ্যা পৌনে ৬টায় নিজ বাসভবনে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন লিটন। এর দুই ঘণ্টা পর রংপুর মেডিক্যালে তিনি মৃত্যুবরণ করেন।

এইচটি / এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh