• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশি ২ জেলেকে নিয়ে গেছে বিজিপি

আরটিভি অনলাইন রিপোর্ট, কক্সবাজার

  ০২ জানুয়ারি ২০১৭, ০৮:৪০

কক্সবাজারে নাফ নদী থেকে নৌকাসহ বাংলাদেশি দুই জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। শনিবার রাতে টেকনাফ সদরের নাফ নদীর হেচ্ছারখাল পয়েন্টের বিপরীতে মাছ ধরার সময় তাদের ধরে নিয়ে যায়।

এরা হলেন টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার মোহাম্মদ লালুর ছেলে মোহাম্মদ আনোয়ার (২৮) ও মোহাম্মদ শফির ছেলে আক্তার হোসেন (২৯)।

জানা যায়, শনিবার বিকেলে তিনজন জেলে মিয়ানমারের জলসীমার ভিতরে মাছ ধরতে যান। রাতে বিজিপির একটি টহল দল স্পিডবোটে করে তাদের ধাওয়া দেয়।

এক পর্যায়ে নৌকায় থাকা জেলে মোহাম্মদ উল্লাহ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়। অপর দুই জনকে মিয়ানমারের বিজিপির টহল দল নৌকাসহ ধরে নিয়ে যায়।

টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের বিজিপি দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নৌকার মালিক হাসান আলীর শনিবার রাতে বিজিবিকে অবহিত করেছিলেন। তাকে বিষয়টি লিখিতভাবে জানাতে বলেছি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh