• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

৫টি গুলি ঢুকেছিল লিটনের দেহে

আরটিভি অনলাইন রিপোর্ট, রংপুর

  ০১ জানুয়ারি ২০১৭, ১৩:২৬

কিডনি ও ফুসফুস থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে গাইবান্ধা-১ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের মৃত্যু হয়েছে। জানালেন রংপুর মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. নারায়ণ চন্দ্র সাহা। রোববার বেলা সোয়া ১১টার দিকে লিটনের মরদেহের ময়না তদন্ত শেষ হয়।

নারায়ণ চন্দ্র সাহা জানান, লিটনের দেহ থেকে ৫টি গুলি বের করা হয়েছে। কিডনি ও ফুসফুস থেকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। আজ (সোমবার) লিটনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তরের কথা রয়েছে।

এর আগে হাসপাতালের হিমঘর থেকে এমপি লিটনের মরদেহ মেডিক্যাল কলেজের মর্গে নিয়ে আসা হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেখানে তার ময়না তদন্ত সম্পন্ন হয়।

ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. নারায়ণ চন্দ্র সাহাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অপর সদস্যরা হলেন ডা. খায়রুল ইসলাম ও ডা. রেজাউল করিম।

শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামের নিজ বাড়িতে এমপি লিটনকে গুলি করে দুর্বৃত্তরা। রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh