• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাজশাহীতে বেড়েছে পাসের হার

আরটিভি অনলাইন রিপোর্ট, রাজশাহী

  ২৯ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৭

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে এবার বেড়েছে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা। এ বছর পাসের হার ৯৭ দশমিক ৬৮ শতাংশ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৪০ হাজার ৪৭১ জন। গেলো বছর পাসের হার ছিল ৯৭ দশমিক ৪৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৩৫ হাজার ৮৩ জন।

বৃহস্পতিবার দুপুরে শিক্ষা বোর্ডের সচিব আনোয়ারুল হক প্রামানিক ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তরুণ কুমার সরকার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তারা জানান, ২ লাখ ৩২ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২ লাখ ২৬ হাজার ৮৯২ জন। এর মধ্যে পাশ করে ২ লাখ ২১ হাজার ৬১৭ জন।

এদিকে স্কুলগুলোতে দুপুরে ফলাফল ঘোষণার পর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা নেচে গেয়ে আনন্দ প্রকাশ করে। তাদের এই ফলাফলে কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি খুশি তাদের অভিভাবকরাও।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh