• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মিয়ানমার নৌবাহিনীর গুলিতে ৬ বাংলাদেশি জখম

অনলাইন ডেস্ক
  ২৭ ডিসেম্বর ২০১৬, ২১:২৫

সেন্টমার্টিন উপকূলে বাংলাদেশি মাছ ধরা ট্রলারে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে ৬ বাংলাদেশি জেলে জখম হয়েছেন। জানালেন সেন্টমার্টিনের কোস্ট গার্ড কর্মকর্তা মো. সাইফুল আবছার।

মঙ্গলবার দুপুরে ছেড়াদ্বীপের পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরে মৌলভীর শীলে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, কক্সবাজারের নুনিয়ারছড়ার ওসমান গনি (২২), রফিকুল ইসলাম (৩০), নুর আহমেদ (৩২), মহেশখালীর সাইফুল ইসলাম (৩৫), সদরের ওসমান গনি (৩৫), মোহাম্মদ আলম (৩০)। তা​দের প্রাথমিক চিকিৎ​সা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

৪ দিন আগে কক্সবাজারের সুলতান আহমদের মালিকানাধীন এফবি জাবিনা-খালেদা-১ মাছ ধরার ট্রলার নিয়ে ১৪ জেলে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। মঙ্গলবার তারা সেন্টমার্টিনের ছেড়াদ্বীপে মাছ ধরতে সাগরে জাল ফেলেন। হঠাৎ মিয়ানমার নৌবাহিনীর জাহাজ মাছ ধরা ট্রলারকে ধাওয়া দিয়ে গুলি চালালে ৬ জেলে জখম হন।

মঙ্গলবার বিকেল ৫টায় ট্রলারটি সেন্টমার্টিন ঘাটে পৌঁছলে স্থানীয় লোকজন ও কোস্ট গার্ড সদস্যরা গুলিবিদ্ধদের প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স পাঠান। তাদের পা, হাত ও চোখের নিচে গুলির চিহ্ন রয়েছে।

জেলেদের বরাতে জানানো হয়, বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় মিয়ানমার নৌবাহিনী তাদের ধাওয়া করে গুলি ছোঁড়ে।

এইচটি/এসজেড

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh