• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পুনর্বাসন নয় ‘বাপ-দাদার’ জমিই ফেরত চান সাঁওতালরা

ফেরদৌস জুয়েল

  ২০ ডিসেম্বর ২০১৬, ১৯:১৫

রংপুর সুগার মিলের বিরোধপূর্ণ জমি থেকে উচ্ছেদ হওয়া সাঁওতালরা দিন কাটাচ্ছে খোলা আকাশের নিচে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে উচ্ছেদ হওয়া সাঁওতালদের পুনর্বাসনে আশ্রয়ণ প্রকল্পের কাজ করছে স্থানীয় প্রশাসন। তবে প্রকল্পে পুনর্বাসন নয় পূর্ব পুরুষের জমি ফিরে পেতে সরকারের কাছে দাবি জানান সাঁওতালরা।

উচ্ছেদ হওয়া জমি থেকে ৩ কিলোমিটার দূরে গোবিন্দগঞ্জের ফকিরগঞ্জ ও বোগদহ এলাকায় তৈরি হচ্ছে এ আশ্রয়ণ।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, কাটাবাড়ি ইউনিয়নে তিনটি আশ্রয়ণ প্রকল্পের কাজ চলছে। এরইমধ্যে প্রায় ৩৫ শতাংশের কাজ শেষ হয়েছে। এখানে প্রায় ৩ শতাধিক পরিবারকে পুনর্বাসন করা হবে।

তবে, সরকারের আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসনে রাজি নন সাঁওতালরা। তারা চান, উচ্ছেদ হওয়া জমি ফিরে পেতে।

গেলো ৬ নভেম্বর রংপুর সুগার মিলের বিরোধপূর্ণ জমিতে সংঘর্ষের জেরে উচ্ছেদ হয় সাঁওতালরা। এরপর থেকে মানবেতর দিনকাটছে তাদের।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh