• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা শরণার্থী শিবিরে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট, কক্সবাজার

  ২০ ডিসেম্বর ২০১৬, ১৪:২৭

রোহিঙ্গা সঙ্কট নিরসনের উপায় খুঁজে বের করতে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শন করেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে কুতুপালং ক্যাম্পে পৌঁছেন দু’মন্ত্রী। ঘণ্টাব্যাপী শরণার্থী শিবিরের বিভিন্ন ব্লক ঘুরে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনী ও রাখাইন সম্প্রদায়ের নির্যাতনের কাহিনি শোনেন এবং তাদের প্রতি সমবেদনা জানান মন্ত্রী রেতনো মারসুদি।

সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহিদুল হক, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি, জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সশস্ত্র বাহিনীর নির্যাতন ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বৈঠকে বসবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সঙ্গেও রেতনো মারসুদির বৈঠকের কথা রয়েছে।

এমসি/ এস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh