• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মধ্যরাতে শেষ হচ্ছে নাসিক নির্বাচনের প্রচারণা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ ডিসেম্বর ২০১৬, ১২:০৪


আজ (মঙ্গলবার) রাতে শেষ হচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। চলছে নানা হিসাব-নিকাশ।

এদিকে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সোমবার বিকেল থেকে টহলে নেমেছে বিজিবি। জোরদার করা হয়েছে পুলিশ র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর তৎপরতা।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী আজ সকালে তার নিজ এলাকা ১৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। অন্যদিকে বিএনপি মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানও তার নিজ এলাকা ১৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। এসময় তারা দু’জনেই নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সে বিষয়ে প্রশাসনকে আহ্বান জানান।

এ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে ২২ ডিসেম্বর সকাল ৮টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে ১শ’৭৪টি ভোট কেন্দ্রে ৪ লাখ ৭৪ হাজার ৯শ’৩১ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন।

নারায়ণগঞ্জ থেকে আরো জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল

আরকে/এমকে/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh