• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নওগাঁয় ভারী শিল্পাঞ্চলের সম্ভাবনা

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ ডিসেম্বর ২০১৬, ১৭:২২

নওগাঁ জেলার তাজপুরে দেশের সর্ববৃহৎ উচ্চ মানের চুনা পাথরের খনি আবিষ্কৃত হবার পর এ অঞ্চলে ভারী শিল্প গড়ে উঠার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে চুনা পাথরকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে এখানে সিমেন্ট কারখানাসহ বিভিন্ন শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব।

এ অঞ্চলে কৃষিভিত্তিক শিল্পসহ চুনা পাথরের খনি কে সম্ভাবনা হিসেবে দেখছেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক মাজদা ইয়াসমি।

স্থানীয় ব্যবসায়ীরা মনে করেন, নওগাঁয় গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামোর অভাবে সঠিকভাবে শিল্পায়ন হচ্ছে না। প্রায় সাড়ে তিন হাজার বর্গ কিলোমিটারের কৃষি উদ্বৃত্ত জেলা নওগাঁ বরাবরই শিল্পায়নে পিছিয়ে। এ কারণে কৃষি নির্ভর এ জেলার কৃষকরা সব সময়ই তাদের ফসলের ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হয়ে আসছে। পাশাপাশি বিকল্প কোন শিল্পাঞ্চল গড়ে না উঠায় এ জেলার শিক্ষিত যুবকদের কর্মসংস্থান হচ্ছে না।

আরকে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh