• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

বিএনপি প্রার্থীর অভিযোগ নির্বাচনী স্ট্যান্ডবাজি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ ডিসেম্বর ২০১৬, ১৬:০২

আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ বিএনপি মেয়র প্রার্থী করেছেন, তা নির্বাচনী স্ট্যান্ডবাজি। মন্তব্য করলেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শেষ মুহূর্তে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা।

এর মধ্যে এমন মন্তব্য করেন তিনি।

সেলিনা হায়াৎ আইভি বলেন, নির্বাচনে যেনো কালো টাকার ছড়াছড়ি না হয়। সেজন্য নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে। তবে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে বলে দাবি করেন তিনি।

এদিকে, নির্বাচন সুষ্ঠু করার আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশন।

অন্যদিকে, বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, মানুষ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, তাহলে নির্বাচনে বিএনপি জয়ী হবে।

আসছে ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট হবে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh