• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘অভিযোগ থাকলে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ১৫ ডিসেম্বর ২০১৬, ১৫:৫০

নির্বাচনের দু’দিন আগে থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করবেন। প্রার্থীদের কোনোরকম অভিযোগ থাকলে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ করবেন। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ

তিনি আরো বলেন, অভিযোগের পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। তবে যদি অভিযোগ ভুল প্রমাণ হয় তাহলে অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ক্লাব কনভেনশন সেন্টারে আয়োজিত নির্বাচনের প্রার্থী ও নির্বাচনসংক্রান্ত সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন সিইসি।

কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য সকল রকম ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পুলিশ, বিজিবি ও র‌্যাবসহ সংশ্লিষ্ট বাহিনী যেন কঠোর ভূমিকা পালন করে সে বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া সভায় সভাপতিত্ব করেন। প্রার্থীদের মধ্যে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলসহ অন্য মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থীরা অংশ নেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh