• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গোবিন্দগঞ্জে চিনিকলের বেড়া ভাঙচুর

আরটিভি অনলাইন রিপোর্ট, গাইবান্ধা

  ১৪ ডিসেম্বর ২০১৬, ১৩:৫৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারে দেয়া কাঁটাতারের বেড়ার পিলার ভাঙচুর করা হয়েছে। সোমবার রাতে খামার সংলগ্ন জয়পুর পাড়ার দক্ষিণ অংশে দেয়া ২৬টি পিলার ভাঙ্গা হয়।

রংপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল জানান, দুষ্কৃতকারীরা রাতের আঁধারে খামারের পশ্চিম অংশে সাঁওতাল পল্লীর জয়পুর পাড়া সংলগ্ন ২৬টি পিলার ভাঙচুর করে। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।

গেলো ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ জমি উদ্ধার করতে গেলে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় সাঁওতালদের বাড়িঘরে লুটপাট হয়। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ গুলি চালায়। ওই ঘটনায় নিহত হন ৩ সাঁওতাল, আহত হন অনেকে।

ঘটনার দু’দিন পর ৮ নভেম্বর থেকে চিনিকল কর্তৃপক্ষ খামার ঘিরে ওই গ্রামের পাশে কাঁটাতারের বেড়া দেয়া শুরু করে। এরইমধ্যে প্রায় ২ কিলোমিটার এলাকায় রড-সিমেন্টের পিলারে কাঁটাতারের বেড়া দেয়া হয়েছে।

এম/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh