• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

২ মাস পার হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ডিসেম্বর ২০১৬, ১২:৪৩

রংপুরে বিচার শালিসে প্রতিপক্ষকে ছুরিকাঘাতে হত্যার দু’মাস পেরিয়ে গেলেও এখনো আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। চলছে বিক্ষোভ মানববন্ধন।

গেলো ১ অক্টোবর তুচ্ছ ঘটনায় সালিশের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় প্রতিপক্ষের ছুরির আঘাতে নিহত হন আজম খান। রংপুর সিটি করপোরেশনের বর্ধিত এলাকা আরাজি ধর্মদাসপুর বগুড়া পাড়ায় তার বাড়ি। ঘটনার পরপরই তার স্ত্রী রংপুর কোতয়ালী থানায় ১৩ জনকে আসামি করে হত্যা মামলা করেন। কিন্তু ঘটনার দীর্ঘ সময় পার হলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এদিকে প্রতিনিয়ত আসামিদের হুমকিতে দিন কাটাচ্ছেন ঘটনার শিকার পরিবারটি। ভয় ও আতঙ্কে বাজারঘাট ও স্কুল কলেজ আসা-যাওয়া বন্ধ রয়েছে নিহতের স্বজনদের। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের পরিবারের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর গাফিলতির অভাব রয়েছে।

আরকে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh