• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় ফাটল, ৮ গ্রামে আতঙ্ক

আনিস হোসেন দুলাল, দিনাজপুর

  ১২ ডিসেম্বর ২০১৬, ১১:৪০

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ৮টি গ্রামের বাড়ি-ঘরসহ বিভিন্ন স্থাপনায় ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কের মধ্যে বসবাস করছেন ওই ৮টি গ্রামের কয়েক হাজার মানুষ। এই অবস্থায় জীবন বাঁচাতে ফের আন্দোলনে ফুঁসে উঠছেন ক্ষতিগ্রস্থরা।

২০০৫ সালে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু হয়। কয়লা উত্তোলনের ফলে ২০০৬ সালে খনি সংলগ্ন কয়েকটি গ্রামে ভুমিধস শুরু হয় । দেবে যায় আবাদী জমি, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, ঈদগাহ ও কবরস্থানসহ বিভিন্ন স্থাপনা। সমতল ভুমি পরিণত হয় জলাশয়ে।

এলাকাবাসীর আন্দোলনের মুখে ২০১০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ৬শ’৪৬ একর জমি অধিগ্রহণ করে কর্তৃপক্ষ।

চলতি বছর ফের নতুন করে অধিগ্রহণ এলাকার বাইরে হামিদপুর ইউনিয়নের ৮ গ্রামের বিভিন্ন স্থাপনায় ফাটল দেখা দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, এতে দেবে যাচ্ছে আবাদী জমি- রাস্তাঘাট। ফেটে যাচ্ছে ভুমি, শুকিয়ে যাচ্ছে পুকুরের পানি। জমিতে সেচ দিতে পারছেন না কৃষকরা।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস.এম.এন আওরঙ্গজেব জানান, কয়লা উত্তোলনের ফলে ভূমিধস বা কেউ ক্ষতিগ্রস্থ হলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh