• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

স্বাস্থ্য খারাপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের

ভৈরব প্রতিনিধি

  ০৮ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৫

লোকবলের অভাব ও চিকিৎসকদের দায়িত্ব অবহেলায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। যন্ত্র থাকলেও বন্ধ আছে এক্স-রে, ইসিজি। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন আশপাশের প্রায় ৫ লাখ মানুষ।

সড়ক, রেল ও নৌ যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে। হাসপাতালটিতে আশপাশের কুলিয়ারচর, বেলাব, রায়পুরা ও আশুগঞ্জের প্রায় ৫ লাখ মানুষ চিকিৎসাসেবা নিতে আসনে।

বর্তমানে হাসপাতালে চিকিৎসকের ২৮টি পদ থাকলেও কর্মরত মাত্র ৯ জন। এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি ও আধুনিক প্যাথলজি থাকলেও লোক না থাকায় বন্ধ আছে এসব পরীক্ষা-নিরীক্ষা।

নোংরা পরিবেশ, খাবারসহ হাসপাতালের ব্যবস্থাপনায় নানা অভিযোগ করলেন সেবা নিতে আসা রোগীরা।

তবে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছেন বলে জানালেন স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা।

তৃণমূলে চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত জনবল সংকট নিরসনসহ ব্যবস্থাপনা উন্নত করার দাবি ভুক্তভোগী রোগীসহ সংশ্লিষ্ট সবার।

এম/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh