• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাগেরহাটে ‘বন্দুকযুদ্ধে’ ২ বনদস্যু নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট, বাগেরহাট

  ০৭ ডিসেম্বর ২০১৬, ১৩:৪২

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনের স্বরণখোলা রেঞ্জের দুধমুখী বাদামতলী খাল এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৮) সঙ্গে বন্দুকযুদ্ধে দুই বনদস্যু নিহত হয়েছেন।

এসময় বনদস্যুদের ব্যবহৃত ১১টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ২২৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

বুধবার সকালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব ৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুধমুখী এলাকার বাদামতলী খালে র‌্যাব-৮ এর একটি দল টহলের সময় তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে বনদস্যুরা। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে বনদস্যুরা বনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ১১টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ২২৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, বনদস্যুদের মরদেহ এবং উদ্ধার হয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ শরণখোলা থানায় হস্তান্তর করা হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh