• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শাকিলের মৃত্যুতে ময়মনসিংহে শোকের ছায়া

বাকরুদ্ধ বৃদ্ধ বাবা, বারবার জ্ঞান হারাচ্ছেন মা

অনলাইন ডেস্ক
  ০৬ ডিসেম্বর ২০১৬, ১৭:২৯

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিলের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ময়মনসিংহে। ছেলের অকাল মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছেন সত্তরোর্ধ্ব বাবা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা। বারবার মূর্চ্ছা যাচ্ছেন বয়োবৃদ্ধা মা মোছা. নুরুন্নাহার খান। জ্ঞান ফিরলেই শুধু বিলাপ করছেন।

রাজধানীর গুলশান ২ নম্বরের ওয়েস্টিন হোটেলের পিছনে জাপানিজ সানধাদো রেস্টুরেন্টে দুপুর আড়াইটার দিকে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখানেই চিকিৎসক ডাকা হয়। ওই চিকিৎসকই তাকে মৃত ঘোষণা করেন।

শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ময়মনসিংহ শহরের বাঘমারা রোডের বাসায় বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগ নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ ভীড় জমান।

এদিকে শাকিলের অকাল মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শোক জানিয়েছেন।

রাতে তার মরদেহ রাখা হবে বারডেম হাসপাতালের হিমঘরে। আগামীকাল বুধবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে বাদ মাগরিব গ্রামের বাড়ি ময়মনসিংহে শাকিলকে দাফন করা হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh