• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পিছিয়ে পড়ছে নাইক্ষ্যংছড়ি পর্যটন শিল্প

বান্দরবান প্রতিনিধি

  ০৫ ডিসেম্বর ২০১৬, ১৪:৪১

সড়ক যোগাযোগ ব্যবস্থাসহ পর্যাপ্ত সুযোগ-সুবিধা গড়ে না উঠায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পর্যটন শিল্প পিছিয়ে পড়ছে। তবে সরকার একটু সুনজর দিলে এ খাতটি আরো লাভজনক হবে মনে করছেন সংশ্লিষ্টরা।

১৯৯৬ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নাইক্ষ্যংছড়ি সদরের প্রায় ৫ একর জায়গাজুড়ে লেকের পাহাড়ে কৃত্রিম বাঁধ দিয়ে গড়ে তোলা হয় উপবন পর্যটন স্পট। দৃষ্টিনন্দন স্থানগুলো দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এখানে আসেন। তবে উপজেলায় পর্যাপ্ত হোটেল-মোটেল, সড়ক যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা গড়ে না উঠায় পর্যটকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

পর্যটকরা বলছেন, যোগাযোগ ব্যবস্থাসহ নানা সীমাবদ্ধতার কারণে অনেক ক্ষেত্রে এখনো পিছিয়ে রয়েছে এলাকাটি।

তবে সরকারের পক্ষ থেকে বরাদ্দ পেলে এ পর্যটন স্পটটি নতুন করে সাজানো হবে বলে জানালেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।

সুযোগ-সুবিধা ও পরিবহন ব্যবস্থাসহ পর্যটন স্পটগুলোকে আরো আকর্ষণীয় করা হলে প্রচুর দেশি-বিদেশি পর্যটক আসবে। কিন্তু বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে হলে উপজেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ আরো শক্তিশালী করা প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh