• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হরিজন পল্লীতে দুর্বৃত্তের দেয়া আগুনে ১০ বাড়ি ভস্মীভূত

আরটিভি অনলাইন রিপোর্ট, দিনাজপুর

  ০৩ ডিসেম্বর ২০১৬, ২২:০৩

দিনাজপুরের বেচাগঞ্জ উপজেলা সদরে রেল কলোনি হরিজন পল্লীতে দুর্বৃত্তের দেয়া আগুনে ১০টি পরিবারের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া ১০টি পরিবারের মধ্যে ৭টি হরিজন এবং ৩টি হিন্দু পরিবার।

শনিবার ভোরে আগুনের এ ঘটনা ঘটে। এর সঙ্গে জড়িত সন্দেহে জুয়েল নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারদের অভিযোগ, স্থানীয় কুখ্যাত আইয়ুব পকেটমারের ছেলে জুয়েল এই আগুন দেয়। সে এর আগেও আগুন দিয়ে উচ্ছেদের হুমকি দিয়ে আসছিল।

সেতাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর জানান, এলাকার চিহ্নিত কুখ্যাত অপরাধী জুয়েল আগুন লাগার পর ধারালো অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে হুমকি দিলে লোকজন তাকে আটক করে পুলিশে দেয়।

ঘটনাস্থল পরিদর্শন করে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ জামান আশরাফ জানান, এ ঘটনার পর নিরাপত্তা নিশ্চিতে দরকারি সব ব্যবস্থা নেয়া হয়েছে। অপরাধী যেন আইনের ফাঁক ফোকর দিয়ে বের হতে না পারে সেটাও নিশ্চিত করা হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh