• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রশাসনের আশ্বাসে উত্তরাঞ্চলের ধর্মঘট স্থগিত

আরটিভি অনলাইন ডেস্ক

  ০২ ডিসেম্বর ২০১৬, ১৯:০৫

প্রশাসনের আশ্বাসের পর উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় ট্রাক, ট্যাংক লরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট স্থগিত করা হলো।

শুক্রবার বিকেলে রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পরিবহন নেতাদের বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেয় পরিষদ।

পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার জানান, শুক্রবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভার পর ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে বিকেল থেকেই আটকে থাকা যান চলাচল শুরু হয়েছে।

এর আগে ধর্মঘটের কারণে রংপুরের বিভিন্ন রুটে মালিক-শ্রমিকরা মালবাহী যান চলাচল বন্ধ রাখা হয়। বগুড়ায় মহাসড়কে মালিক-শ্রমিকরা অবস্থান নিলে বন্ধ হয়ে যায় সবজি আমদানি। এতে দিশেহারা হয়ে পড়েন সাধারণ কৃষকরা।

গেলো বৃহস্পতিবার থেকে পুলিশি চাঁদাবাজি ও হয়রানি বন্ধসহ ৭ দফা দাবিতে রাজশাহী ও রংপুরের ১৬ জেলায় অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট ডাকা হয়।

কে/ এস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh